ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

‘এমপি লিটন আত্মসমর্পণ না করলে আইনি ব্যবস্থা’

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৮ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এমপি লিটন আত্মসমর্পণ না করলে আইনি ব্যবস্থা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতে আত্মসমর্পণ না করলে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সে ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছে। কোথায় আছে জানি না। আত্মসমর্পণ না করলে অভিযান চালিয়ে তাকে খুঁজে বের করা হবে।’

 

এমপি লিটনকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (প্রধানমন্ত্রী) চাচ্ছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে। অপরাধ করে কেউ পার পাবেন না।
তিনি বলেন, একজন এমপির বিরুদ্ধে যখন প্রশ্ন আসল, তখনই আমরা চেয়েছিলাম ভিকটিমের পক্ষ থেকে এসে কেউ মামলা করুক। তার বাবা এসে মামলা করলেন।
মামলার পরপরই তার অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।’

 

এর আগে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ বোর্ড সদস্যা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৫/নঈমুদ্দীন/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়