ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

আইপিএল যাত্রায় লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২২, ৯ এপ্রিল ২০২৩  
আইপিএল যাত্রায় লিটন

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ব‌্যাটসম‌্যান লিটন দাস। আইপিএল শুরু হয়ে গেলেও ফ্রাঞ্চাইজি এই ক্রিকেট প্রতিযোগিতায় লিটনের যাত্রা শুরু হচ্ছে রোববার থেকে। এদিন সন্ধ‌্যায় দলের সঙ্গে যোগ দেবেন লিটন। যা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স শিবির। 

রোববার সন্ধ‌্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা উড়াল দেবেন লিটন। যদিও তার দল তখন থাকবে আহমেদাবাদে। গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নিজেদের তৃতীয় ম‌্যাচ খেলবে সেখানে। দিনের ম‌্যাচ খেলে রাতেই আবার দলটি কলকাতার বিমান ধরবে। 

১৪ এপ্রিল কলকাতার পরবর্তী হোম ম‌্যাচ থেকে লিটন অ‌্যাভেইলেভেল থাকবেন। ঘরের মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের এক কর্মকর্তা বলেছেন,‘আমরা এই মুহূর্তে আহমেদাবাদে আছি। দিনের ম‌্যাচটি খেলে ফিরে যাবো নিজেদের শহরে। লিটন আমাদের সঙ্গে ঢাকা থেকে কলকাতায় যোগ দেবেন। পরবর্তী ম‌্যাচ থেকে সে অ‌্যাভেইলেভেল থাকবেন।’

লিটনের জন‌্য প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম‌্যাচেই রান পেয়েছেন। ভালো সূচনা এনে দিয়েছেন। শেষ ম‌্যাচে পেয়েছেন ফিফটি। এরই মধ‌্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। সাকিবের পরিবর্তে কলকাতা তাকে দলে ভিড়িয়েছে। লিটন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবুও তার সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে।

কলকাতার হয়ে পুরো মৌসুম থাকার সুযোগ পাচ্ছেন না লিটন। পহেলা মে তার দেশে ফিরতে হবে। ইংল‌্যান্ডে যেতে হবে আয়ারল‌্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম‌্যাচ খেলতে। এরপর আবার আইপিএলে যোগ দিতে পারেন। 

ঢাকা/ইয়াসিন  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়