ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে: লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫
এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে: লিটন

লিটন কুমার দাস

এশিয়া কাপে প্রত্যাশামাফিক ফল না পাওয়ায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয় ভেঙেছে। দল থেকে শিরোপার আশা দেখানো হয়েছিল৷ শুরুর পারফরম্যান্সে ছিল সেই ছাপ। 

কিন্তু, হাতের মুঠোয় পাওয়ার সুযোগ স্রেফ হাতছাড়া করেছে বাংলাদেশ৷ দেখে মনে হচ্ছিল, নিবেদনে তাদের প্রবল ঘাটতি। ছিল না প্রত্যাশা পূরণের জেদ। সব মিলিয়ে অবস্থা ছিল হতশ্রী। 

আরো পড়ুন:

সমর্থকদের হৃদয় ভাঙায় তাদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে লিটন লিখেছেন, “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা। তবে, দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” 

লিটন চোটের কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে খেলতে পারেননি। তার অভাব স্পষ্টভাবেই বোঝা গেছে। খেলতে না পারার আর্তনাদ লিটনের কণ্ঠে পাওয়া গেল, “ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।”

বাংলাদেশের সমর্থকদের সেরা সমর্থক দাবি করে লিটন বলেছেন, “টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।”

ঢাকা/ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়