ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ দোলযাত্রা

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৮ মার্চ ২০২২   আপডেট: ১১:৫০, ১৮ মার্চ ২০২২
আজ দোলযাত্রা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রার দিন আজ।  শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে এটি অধিক পরিচিত। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এটি হোলি উৎসব নামেও পরিচিত।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এ কারণেই দোলযাত্রার দিন সকালে রাধা-কৃষ্ণের বিগ্রহে আবির মেখে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তরাও মাতেন আবির খেলায়। 

ফাল্গুনের এ পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম। ফলে এ দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে।

দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায় আজ সারাদেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা উদযাপন করছে। অনুষ্ঠানমালায় আছে- পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ প্রভৃতি। মহানগর সার্বজনীন পূজা কমিটি আজ (শুক্রবার) সকাল ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে পূজা, আবির খেলা ও কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।  দুপুর ১২টায় প্রসাদ বিতরণ হবে।

দোল পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল পৃথক বিবৃতিতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়