যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন। এখনো হামলকারীকে আটক করা যায়নি।
স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
অঙ্গরাজ্যটির কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ কালো পোশাক পরা এক পুরুষকে খুঁজছে আর সন্দেহভাজনের আরো বিস্তারিত বর্ণনা পাওয়ার জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করছে।
রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান, শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায় বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়।
স্মাইলি বলেন, “আমি নিশ্চিত করতে পারছি দুজন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন।” হতাহতের এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তিনি আরো বলেন, “বড়দিনের মাত্র দেড় সপ্তাহ বাকি। পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন।”
আইভি লিগের অন্তর্ভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয় রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সের কলেজ হিল এলাকায় অবস্থিত। আইভি লিগ হলো যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত একটি গ্রুপ বা কালেকশন। ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভবন রয়েছে শতাধিক। এর মধ্যে আছে পাঠদান হল, গবেষণাগার ও ডরমিটরিও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাঁকে ‘মর্মান্তিক’ এ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। প্রেসিডেন্ট বলেন, “এ মুহূর্তে আমরা শুধু নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারি।”
ঢাকা/ফিরোজ