ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনকে হয় দাবি মানতে হবে, নইলে পরাজয়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:১১, ২৭ ডিসেম্বর ২০২২
ইউক্রেনকে হয় দাবি মানতে হবে, নইলে পরাজয়: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিয়েভকে যুদ্ধের অবসানের জন্য মস্কোর দাবি মেনে নিতে হবে অথবা যুদ্ধক্ষেত্রে পরাজয় বরণ করতে হবে। সোমবার রাতে তিনি এ কথা বলেছেন।

রুশ মন্ত্রীর এই ঘোষণার পর মঙ্গলবার মস্কোর বাহিনী পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের শহরগুলোতে গোলা এবং বোমাবর্ষণ করেছে।

আরো পড়ুন:

রাশিয়ার দাবিগুলির মধ্যে রয়েছে ইউক্রেন তার ভূখণ্ডের এক পঞ্চমাংশ রাশিয়ার বিজয়কে স্বীকৃতি দিবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর নিরস্ত্রীকরণ ও নাৎসীবাদ মুক্ত করার জন্য আমাদের প্রস্তাব হচ্ছে, শত্রুদের কাছে সুপরিচিত আমাদের নতুন ভূমিসহ সেখান থেকে উদ্ভূত রাশিয়ার নিরাপত্তার হুমকি দূর করা। বিষয়টি সহজ: আপনাদের ভালোর জন্য সেগুলো পূরণ করুন। অন্যথায়, বিষয়টি রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।’

এদিকে, সোমবার রাতে ইউক্রেনের বাখমুতে তীব্র হামলা চালিয়েছে। এই শহরটি রাশিয়ার দখলের মানে হচ্ছে, ক্রামত্রস্ক ও স্লোভিয়ানস্ক দখলের দিকে অগ্রসর হওয়া। এর পাশাপাশি খারসন অঞ্চলেও হামলা চালানো শুরু করেছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়