ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এইচএসসিতে অটো পাস: মানোন্নয়নের ফল হবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:০৬, ১ জানুয়ারি ২০২১
এইচএসসিতে অটো পাস: মানোন্নয়নের ফল হবে যেভাবে

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মধ্যে যারা কোনো বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে চায়, তাদের ফল এসএসসি ও জেএসসি পরীক্ষায় ওই বিষয়ে পাওয়া নম্বর গড় করে দেওয়া হবে।

শুক্রবার (১ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে কাজ করা টেকনিক্যাল কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম এ তথ‌্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘মানোন্নয়ন পরীক্ষা দিতে চাওয়া শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষায় ওই বিষয়ে পাওয়া নম্বর গড় করে রেজাল্ট দেওয়া হবে। কারো ক্ষেত্রে যদি মানোন্নয়ন পরীক্ষা দিতে চাওয়া বিষয়টি এসএসসি কিংবা জেএসসিতে না থাকে, তাহলে ওই বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়ের নম্বর গড় করে তার রেজাল্ট দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না হওয়ায় শিক্ষার্থীরা মানোন্নয়ন পরীক্ষা দিতে চায়, সেহেতু মানোন্নয়ন পরীক্ষা দেওয়া কারো রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কা নেই। আমরা সেভাবেই ফল তৈরি করার জন্য সফটওয়্যার আপডেট করেছি।’

চতুর্থ বিষয়ের নম্বর যোগ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘চতুর্থ বিষয়ের নম্বরসহ এইচএসসির ফল প্রকাশ করা হবে। এসএসসি পরীক্ষাতেও ব্যবহারিক বিষয় ছিল। এসএসসিতে ব্যবহারিক বিষয়গুলোর নম্বরসহ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সে নম্বর অনুযায়ী এইচএসসি ও সমমানের রেজাল্ট দেওয়া হবে।’

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়