ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতার ফাইনালে ১৪ জন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২৮ ডিসেম্বর ২০২২  
ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতার ফাইনালে ১৪ জন

পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে চলছে তিনদিন ব্যাপী ‘ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা-২০২২।’

আজ বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিভিন্ন ক্যাটাগোরি ও ওজন শ্রেণির সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেখান থেকে মোট ১৪ জন ফাইনালে উঠেছেন। তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ জন (৪ জন পুরুষ ও ১ জন মহিলা), বাংলাদেশ আনসারের ৭ জন (৪ জন পুরুষ ও ৩ জন মহিলা) এবং বাংলাদেশ পুলিশের ২ জন।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর, ২০২২) বেলা ১১টা থেকে ফাইনাল বাউটের খেলা অনুষ্ঠিত হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান (এনডিসি, পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। 

তিনটি ক্যাটাগারিতে দশটি ইভেন্টে প্রায় অর্ধশতাধিক বক্সারের অংশগ্রহণে চলছে এবারের এই প্রতিযোগিতা। ক্যাটাগোরি তিনটি হলো সিনিয়র পুরুষ, সিনিয়র মহিলা ও জুনিয়র বালক। পুরুষ সিনিয়র বিভাগে ৪৮, ৫১, ৫৪ ও ৫৭, সিনিয়র মহিলা বিভাগে ৪৮, ৫০ ও ৫২ এবং জুনিয়র বালক বিভাগে ৩২, ৩৫ ও ৪৫ কেজি ওজন শ্রেণিতে লড়বেন বক্সাররা। সিনিয়র বিভাগে বিভিন্ন সার্ভিসেস দল এবং জুনিয়র বিভাগে ঢাকার ক্লাবগুলোর বক্সাররা লড়ছেন।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়