ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাবা শরীফের কাছে নিজ দেহে আগুন দেওয়ার চেষ্টা (ভিডিও)

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবা শরীফের কাছে নিজ দেহে আগুন দেওয়ার চেষ্টা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় কাবা শরীফের কাছে নিজের গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার সময় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। মক্কার গ্র্যান্ড মসজিদের গণমাধ্যম মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

মসজিদের গণমাধ্যম মুখপাত্র সামেহ আল সিলিমি বলেছেন, ‘ সোমবার রাত ১১টায় পবিত্র কাবা শরীফের কাছে বয়স ত্রিশের কোঠার এক ব্যক্তি নিজের কাপড়ে তেল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করছিল। এসময় তাকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে তাকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ওই ব্যক্তি কাবা ঘর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে যে গুজব উঠেছিল সেটি নাকচ করে দেন সিলিমি।

ভিডিও :




রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়