ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় বিএনপি`র বিভাগীয় সমাবেশ চলছে 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৩  
খুলনায় বিএনপি`র বিভাগীয় সমাবেশ চলছে 

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কেসিসি মার্কেটের সামনে এ সমাবেশ শুরু হয়।  

সমাবেশের মঞ্চে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন:

খুলনা মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন জানান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফারুক হোসেন সমাবেশে কোরআন তেলাওয়াত করেন। সমাবেশে বক্তব্য দেন- মেহেরপুরের জাভেদ মাসুল মিল্টন, কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সেচ্ছাসেবক দল বিএনপির মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির, জেলা সভাপতি শেখ তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা প্রমুখ।

এর আগে, ভোর থেকেই বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে খুলনা বিএনপির সমাবেশস্থল। বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায় নেতাকর্মীদের। সমাবেশস্থল বিএনপি নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। 

সমাবেশে আসা নেতাকর্মীদের চাঙা রাখতে মাইকে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয় এবং দলীয় ও দেশাত্মাবোধক গান পরিবেশন করা হয়। এর মধ্যে বিএনপির খুলনা বিভাগের ১০ জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভামঞ্চে উপস্থিত হন।

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়