ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে উচ্চশিক্ষায় মান নিশ্চয়তা-বিষয়ক সম্মেলন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১৩ নভেম্বর ২০২৫  
ঢাবিতে উচ্চশিক্ষায় মান নিশ্চয়তা-বিষয়ক সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘উচ্চশিক্ষায় মান নিশ্চয়তার অগ্রগতি: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি নেতৃত্বের অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

আরো পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চয়তা সেল (আইকিউএসি) এ সম্মেলনের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

ঢাবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপ-উপাচার্য ও পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. জুড উইলিয়াম জেনিলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল আলম।

সম্মেলনের পরবর্তী পর্বগুলো অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়