ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছবিতে নেইমারের মডেল বোন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৬ ডিসেম্বর ২০২২  
ছবিতে নেইমারের মডেল বোন

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কাতার বিশ্বকাপের শুরুটা ভালোই করেছিলেন ব্রাজিল। ইনজুরির সব শঙ্কা কাটিয়ে মাঠে নেমে গোলও পান নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে ফুটবলের বিশ্বমঞ্চ থেকে সটকে পড়ে দলটি।

নেইমারের পরিবারে আরেকজন পরিচিত মুখ রয়েছেন। আর তিনি হলেন— নেইমারের ছোট বোন রাফায়েলা বেকার্ন। এবারের বিশ্বকাপ আসরের শুরু থেকেই ভাইকে সাহস জোগাতে গ্যালারিতে ছিলেন এই মডেল। আর সেসব মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করতেও দেখা গেছে তাকে। বোনের সঙ্গে নেইমারের হৃদ্যতার কথা কারো অজানা নয়। ব্রাজিলের জনপ্রিয় মডেল রাফায়েলাকে নিয়ে এই ফটো ফিচার।

আরো পড়ুন:

 

নেইমার যতটা বিখ্যাত, ততটা না হলেও রাফায়েলা নিজেও কিন্তু কম বিখ্যাত নন। বর্তমানে ব্রাজিলে মডেলিং জগতে বেশ বড় একজন তারকা রাফায়েলা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৬০ লাখ

 

১৯৯৬ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করেন রাফায়েলা সন্তোস। কিন্তু পরবর্তীতে তার নামের উপাধি বদলে রাখেন বেকার্ন। আর এ কাজটি তিনি আইনিভাবে সম্পন্ন করেছেন। তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম রাফায়েলার আইডল। তার সম্মানার্থে নিজের পদবি বদলান তিনি

বড় দুই ভাই জোক্লোসিও আমানসি ও নেইমারের সঙ্গে খুনসুটি করে কেটেছে রাফায়েলার শৈশব। এ সময়টা ব্রাজিলের সাও পাওলোতে কাটিয়েছেন তারা। নেইমারের সঙ্গে রাফায়েলার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। বোনকে ভালোবেসে নিজের শরীরে ট্যাটুও করিয়েছেন এই জনপ্রিয় ফুটবলার। বোনের সঙ্গে অন্তঃরঙ্গ ছবি নিয়ে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন নেইমার

 

২০১৪ সালে মডেলিংয়ে নাম লেখান রাফায়েলা। ওই বছরের ফিফা বিশ্বকাপের থিমযুক্ত একটি বিজ্ঞাপনে প্রথম মডেল হন তিনি। তারপর বেশ কিছু পোশাকের ব্র্যান্ডের মডেল হন রাফায়েলা। পরবর্তীতে দ্রুত পরিচিতি লাভ করেন তিনি    

 

রাফায়েলা ব্যক্তিগত জীবনে ফুটবলার গ্যাব্রিয়েল বারবোসার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে এই ফুটবলারের সঙ্গে তার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায়। কিন্তু ২০১৮ সালে আলাদা হয়ে যান তারা

 

২০১৪ সালে নেইমার প্রতিষ্ঠা করেন দাতব্য প্রতিষ্ঠান—নেইমার ইনস্টিটিউট। রাফায়েলা তার মডেলিং ক্যারিয়ারে যে অর্থ আয় করেছেন, তার বড় একটি অংশ ভাইয়ের প্রতিষ্ঠানে দিয়েছেন তিনি

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়