ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জোভান-পায়েলের ‘কাটুস কুটুস কোরবানি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৮ জুন ২০২৩  
জোভান-পায়েলের ‘কাটুস কুটুস কোরবানি’

মফস্বল শহরে পাশাপাশি বসবাস করে দুটো পরিবার। একটি পরিবার জোভানের, অন্যটি পায়েলের। জোভান ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে জানতে পারেন, এবার তার বাবা পায়েলের বাবার সঙ্গে যৌথভাবে কোরবানি দেবেন। তারপর জোভান এবং পায়েলের মাঝে সেই গরু নিয়ে তৈরি হয় নানা জটিলতা।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘কাটুস কাটুস কোরবানি’। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন জোবায়েদ আহসান। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।

আরো পড়ুন:

পরিচালক রিংক জানান, কোরবানির গরু নিয়ে জোভান ও পায়েলের মধ্যে চলা নানা প্রতিযোগিতা নাটকের গল্পে দেখা যাবে। যেমন: জোভান চায় গরুটা তার বাসায় থাকবে। অন্যদিকে পায়েল চায়, তার বাসায় থাকবে। জোভান গরুকে খাওয়াতে মাঠে নিয়ে যেতে চায়। কিন্তু পায়েল ভাবে জোভান গরু নিয়ে তার বাসায় চলে গেছে! এরপর গরু নিয়ে তৈরি এই জটিলতার রেশ ছড়িয়ে পড়ে দুই পরিবারে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটির মাধ্যমে মফস্বলের কোরবানি কালচারের কিছু বাস্তব চিত্র উঠে আসবে। ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটক।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়