ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যারিয়ারের শুরুতে কত টাকা পারিশ্রমিক পেতেন তৌকীর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১২ ডিসেম্বর ২০২৫  
ক্যারিয়ারের শুরুতে কত টাকা পারিশ্রমিক পেতেন তৌকীর?

তৌকীর আহমেদ

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ। মঞ্চ, টিভি ও সিনেমা—তিন মাধ্যমেই কাজ করেন এই তারকা। আশির দশকে টিভি নাটকের মাধ্যমে মূল ধারার অভিনয়ে পা রাখেন তৌকীর আহমেদ। পরে নির্মাতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।  

তৌকীর আহমেদ বুয়েটের শিক্ষার্থী ছিলেন এ তথ্য সবারই জানা। পড়াশোনার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যান। নানা সংকট থাকলেও কোনোটি বাদ যায়নি। সমান তালে এগিয়েছে পড়াশোনা ও অভিনয়। ক্যারিয়ারের শুরুর দিকে টিভি নাটকে অভিনয় করে কেমন পারিশ্রমিক পেতেন, তা নিয়ে কথা বলেছেন এই তারকা।  

আরো পড়ুন:

একটি টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৌকীর আহমেদ বলেন, “টিভিতে অভিনয় শুরু করে প্রথম অবস্থায় প্রতি নাটকে ৭৮০ টাকা পারিশ্রমিক পেতাম। সেটাও সেই সময়ে অনেক টাকা ছিল।” 

এ আলাপচারিতায় প্রশ্ন রাখা হয়, মানুষের জীবনে কত টাকা দরকার? জবাবে তৌকীর আহমেদ বলেন, “মানুষের জীবনে আসলে কত টাকা দরকার। বেশি টাকা হলে কিন্তু সমস্যাই। আমার সংকটগুলো কেটে গেল। আমি নাটক থেকে নিয়মিত টাকা পাওয়া শুরু করলাম। পাশাপাশি আমার পড়াশোনা শেষ হলো। আমিও পরিচিতি পেতে শুরু করলাম।” 

একসময় চাকরি করার ইচ্ছা ছিল। কিন্তু তা হয়নি। এ তথ্য স্মরণ করে তৌকীর আহমেদ বলেন, “পাস করার পর আর চাকরি করিনি। আমি কোনো দিনই চাকরি করিনি। আমরা তিন বন্ধু মিলে একটি কনসালটিং ফার্ম তৈরি করলাম। সেটা থেকেই আমাদের একটা উত্থান শুরু। একসময় বড় পরিসরে শুরু করলাম।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়