ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাস্টবিনের যথার্থ ব্যবহার চাই

মুরাদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৫ জানুয়ারি ২০২১  
ডাস্টবিনের যথার্থ ব্যবহার চাই

আমাদের চারপাশে শহর-বন্দর, হাট-বাজার, রাস্তা-ঘাটের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সরকারি কিংবা ব্যক্তিগত উদ্যোগে কমবেশি ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান ডাস্টবিনের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু আমাদের ব্যক্তি সচেতনতাবোধের অভাব এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার কার্যকরী আইন না থাকার ফলে পরিবেশে অপরিচ্ছন্নতার বিস্তৃতি ঘটছে। 

যেখানে-সেখানে ময়লা পড়ে থাকার ফলে শিশু থেকে বৃদ্ধ সবার চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনার দুর্গন্ধের প্রভাবে নাকে-মুখে রুমাল রেখেও অনেক সময় চলাচল অসম্ভব হয়ে পড়ছে। বৈশ্বিক করোনা মহামারি আমাদের পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বুঝিয়ে দিলেও আমাদের চারপাশের পরিবেশ এখনো অপরিচ্ছন্নতায় বিবর্জিত। তাছাড়া বর্তমানে করোনা মহামারির প্রকোপ থেকে নিজেদের বাঁচাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই, তা অনেক আগে থেকেই প্রমাণিত। 

আরো পড়ুন:

তাই আমাদের পরিবেশকে সুন্দর রাখতে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। তা না হলে আমাদের অপরিষ্কার পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যাবে নিয়মিত। আর এজন্য সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান, আপনাদের হাতের কাছে পড়ে থাকা যে কোনো ধরনের ময়লার আবর্জনা ডাস্টবিনে ফেলুন ও সেই ডাস্টবিনটি যথা সময় পরিচ্ছন্ন রাখুন।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়