ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৩০ এপ্রিল ২০২৩  
ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হয়েছেন সারাহ ক্যাথেরিন কুক

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হয়েছেন সারাহ ক্যাথেরিন কুক। তিনি রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন। সারাহ ক্যাথেরিন কুক ইতোমধ্যে ঢাকায় এসেছেন।

রোববার (৩০ এপ্রিল) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

ঢাকায় নতুন দায়িত্ব প্রসঙ্গে সারাহ কুক বলেছেন, ‘ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। আমি দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি।’

গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সারাহ কুকের এই নিয়োগের কথা জানায়। ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২০২০ সাল থেকে লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন সারাহ কুক।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়