ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যের বাজারে রেনাটার নতুন ওষুধের যাত্রা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৪ নভেম্বর ২০২৫  
যুক্তরাজ্যের বাজারে রেনাটার নতুন ওষুধের যাত্রা শুরু

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির পরিচালনা পর্ষদ যুক্তরাজ্যের বাজারে হাউড্রোকোরটিসোন ৫ এমজি নামের নতুন ওষুধের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য অনুযায়ী, অ্যাড্রেনোকর্টিকাল বা অ্যাড্রিনাল অপ্রতুলতায় ভুগছেন এমন রোগীদের জন্য প্রয়োজনীয় কর্টিকোস্টেরয়েড হিসেবে হাইড্রোকর্টিসন ব্যবহৃত হয়। নতুন ৫ মি.গ্রা. আকারের এই ওষুধ চিকিৎসকদের ডোজ নির্ধারণে আরও বেশি নমনীয়তা দেবে, যা শরীরের স্বাভাবিক কর্টিসল স্তর অনুকরণে সহায়ক হবে এবং রোগী ব্যবস্থাপনায় আরও নির্ভুলতা নিশ্চিত করবে।

ওষুধটি রেনাটার মিরপুর কারখানায় উৎপাদিত, যা যুক্তরাজ্যের এমএইচআরএ অনুমোদিত এবং ইইউ জিএমপি-সার্টিফায়েড একটি শক্তিশালী উৎপাদনকেন্দ্র। এটি রেনাটা (ইউকে) লিমিটেডের ব্র্যান্ডিংয়ে যুক্তরাজ্যের বাজারে বাণিজ্যিকভাবে উন্মোচিত হবে।

উল্লেখ্য, রেনাটা যুক্তরাজ্যের বাজারে এই ওষুধ সরবরাহকারী কয়েকটি কোম্পানির মধ্যে একটি, উচ্চ-মানের এন্ডোক্রাইন থেরাপির অ্যাক্সেস সম্প্রসারণ এবং বিশ্বব্যাপী নিয়ন্ত্রিত বাজারে তার ক্রমবর্ধমান উপস্থিতি জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়