ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দশ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিলো ‘নগদ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ ডিসেম্বর ২০২২  
‘দশ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিলো ‘নগদ’

দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপের মাধ্যমে মোবাইলে গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর তুলে মোটরবাইক জিতে নিয়েছেন চার বিজয়ী। সম্প্রতি রাজধানীর বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে বাইক তুলে দেওয়া হয়। 

‘দশ টাকার অফার’ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনের আওতায় ১৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২২ পর্যন্ত ‘নগদ’ অ্যাপের মাধ্যমে মোবাইলে ‘দশ টাকার দৌড়’ নামক গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর গড়ে এ পুরস্কার জিতে নেন তারা। বিজয়ীরা হলেন তাহমিনা আক্তার লিলি, মো. হজরত আলী, আখিফুল ও রিহাত হাসান তুহিন। 

নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্মদ, চিফ অপারেটিং অফিসার গোলাম মোর্তুজা চৌধুরী, চিফ কর্পোরেট গভার্নেন্স অফিসার এবং চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, স্ট্রাটেজি বিভাগের প্রধান সালাহউদ্দীন মোহাম্মদ ইউসুফ, হেড অব ডিজিটাল মার্কেটিং রোমায়েল হাসান ওয়াহিদ, জেনারেল ম্যানেজার আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার - ব্র্যান্ড আলি আহসান,  কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান কৌশিক সাহা সহ নগদ-এর কর্মকর্তারা বিজয়ীদের মধ্যে মোটরবাইকের চাবি হস্তান্তর করেন। 

‘দশ টাকার দৌড়’ খেলায় অংশ নেন ১ লাখ ৪৮ হাজার ৯৩ জন। যাদের মধ্যে প্রতিদিনের খেলায় সর্বোচ্চ স্কোর গড়া ১০০ জনের প্রত্যেকে পেয়েছেন ১০০ টাকা করে পুরস্কার। সে হিসেবে দুই ২ হাজার ৮০০ জনকে নগদ-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রতিদিনের পুরস্কার।  

‘দশ টাকার দৌড়’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্মদ বলেন, ‘নগদ ব্যবহারকারীদের অবসর সময়টা আরো আনন্দময় করতে এমন গেম-এর আয়োজন। পাশাপাশি গ্রাহকের বাড়তি পাওয়া হলো বিজয়ীদের জন্য নগদ-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এ ধরনের আয়োজনের মাধ্যমে নগদ-এর সাথে ব্যবহারকারীদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

ফিরোজ//

সর্বশেষ

পাঠকপ্রিয়