ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ফতুল্লায় বিস্ফোরণ: বাবা-মা বোনের পর ছেলেও মারা গেলেন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৫ জুন ২০২৩   আপডেট: ১৩:১০, ১৫ জুন ২০২৩
ফতুল্লায় বিস্ফোরণ: বাবা-মা বোনের পর ছেলেও মারা গেলেন 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ বাবা-মা, মেয়ের পর ছেলে টুটুল মন্ডলও (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় চার জনের মৃত্যু হলো।

মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

এর আগে সোমবার সালাম মণ্ডল (৫৫), মঙ্গলবার সকালে তার স্ত্রী বুলবুলি বেগম (৪৫) এবং একই দিন রাতে তাদের মেয়ে সোনিয়া (২৫) মারা যান।

গত ৯ জুন সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে শর্টসার্কিট থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/মাকসুদ/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়