ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

‘আমার সব শ্যাষ হয়ে গেল’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৯ মে ২০২৪   আপডেট: ২২:৫৯, ১৯ মে ২০২৪
‘আমার সব শ্যাষ হয়ে গেল’

আয়ের একমাত্র অবলম্বন গরুগুলোর মৃত্যুতে এভাবে আহাজারি করছিলেন প্রফুল্ল বিশ্বাসের স্ত্রী

‘আমার সব শ্যাষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে চলব? আমার আর কোনো আয়ের পথ থাকল না। এখন না খেয়ে দিন কাটাতে হবে।’— এভাবে প্রলাপ বকছিলেন প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাস।

আয়ের একমাত্র অবলম্বন তিনটি গরু হারিয়ে পাগলপ্রায় প্রফুল্ল বিশ্বাস। আজ রোববার (১৯ মে) ভোরে গোপালগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে তার তিনটি গরু পুড়ে মারা যায়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।  

প্রফুল্ল বিশ্বাস জানান, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে রাখেন। সেই কয়েলের আগুন থেকে আগুন লাগলে তিনটি গরু পুড়ে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সাভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে পারলেও গরু বাঁচাতে পারেনি।

স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোল্যা রনি হোসেন কালু জানান, গরুর দুধ বিক্রি করে প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসের সংসার চলত। গরুগুলোর মৃত্যুতে ক্ষতি হয়ে গেল।  

বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়