ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:০৫, ২০ জানুয়ারি ২০২৩
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু 

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বরগুনা থেকে আসা মফিজুল ইসলাম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মারা যাওয়া মুসল্লি মফিজুল ইসলাম বরগুনার আব্দুল আলীম রানার ছেলে। 

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, মাওলানা সাদ কান্ধলভী অনুসারী মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেন। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। সকালে ময়দানে তার জানাজা শেষ হয়েছে। স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

এ নিয়ে এখন পর্যন্ত এবারের ইজতেমায় দুই পর্বে ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে। তার মধ্যে প্রথম পর্বে ৮ জন এবং দ্বিতীয় পর্বে ১ জন। অধিকাংশ মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। 

রেজাউল/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়