ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেজর সিনহা হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১৪:৫৪, ১ সেপ্টেম্বর ২০২০
মেজর সিনহা হত্যার বিচার দাবি

মেজর (অব.) সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
 
শনিবার (৮ আগস্ট) নাগরিক ঐক্য ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহবুবুর রহমান।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার জনগণের নিরাপত্তা, মানবাধিকার লঙ্ঘনের জন্য বর্তমান সরকারের স্বেচ্ছাচারী অযোগ্য নেতৃত্বকে দায়ী করে পদত্যাগ দাবি করেন।

তিনি মেজর সিনহার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।  ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগী, মদদদাতা সবাইকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবীর হাসান, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আনিসুর রহমান খসরু, যুব ঐক্যের কেন্দ্রীয় নেতা জহির হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, শ্রমিক নেতা শাহীন মণ্ডল প্রমুখ।

সাওন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়