ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় সমঝোতা স্মারক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২৭ ডিসেম্বর ২০২২  
লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় সমঝোতা স্মারক

লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের আরও বেশি সুরক্ষা দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সমঝোতা স্মারকের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে ‘জয়েন্ট কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব রিক্রুরমেন্ট অব ওয়ার্কার’ শীর্ষক সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়েছে। এমওইউ সই হলে লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগ স্থাপিত হবে। এতে আমাদের জন্য লিবিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার উন্মোচিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এমওইউ প্রস্তুত করার সময় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস ও লিবিয়ার সরকার এবং আমাদের আইন মন্ত্রণালয়ের মতামত বিবেচনা করা হয়েছে।

আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়