ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সকালে বিশেষ নামাজ আদায়, বিকেলে স্বস্তির বৃষ্টি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৭ জুন ২০২৩  
সকালে বিশেষ নামাজ আদায়, বিকেলে স্বস্তির বৃষ্টি

দিনাজপুরে তীব্র গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় স্থানীয় মুসল্লিরা ইসতিসকা নামাজ আদায় করেছিলেন। নামাজ আদায়ের পরে সদরসহ জেলার কয়েকটি উপজেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে সদর উপজেলার মিতালী মাঠে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন। পরে বেলা ৩টা থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়।

আশরাফুল ইসলাম নামের স্থানীয় এক যুবক বলেন, ‘তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় বিশেষ এই নামাজ আদায়ের ব্যবস্থা করেছিলাম। আল্লাহর রহমতে বিকেলে স্বস্তির বৃষ্টি হয়েছে। এখন তাপমাত্রা অনেকটা কমে গেছে।’

মাওলানা অলিউল্লাহ সিরাজী বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় গরমে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই সবাই মিলে আজ সকালে ইসতিসকা নামাজ আদায় করেছিলাম। অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘বুধবার বেলা ৩টায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৬২%। বিকেলে জেলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

মোসলেম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়