ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সেই মাইশার পাশে দাঁড়িয়েছেন এক দয়ালু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২০
সেই মাইশার পাশে দাঁড়িয়েছেন এক দয়ালু

টাকার জন্য অপারেশন করাতে না পারা সেই মাইশা আক্তারের পাশে দাঁড়িয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দয়ালু ব‌্যক্তি।

তিনি মাইশার অপারেশনের জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সেই মহানুভব মানুষের পক্ষ থেকে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের নিজস্ব প্রতিবেদক আরিফ সাওন মাইশার হাতে টাকা তুলে দেন।

এসময় হাসপাতালে মাইশার পাশে ছিলেন তার মা ইয়াসমিন বেগম ও বোন মনসুরা।

টাকা পেয়ে তারা সকলে আপ্লুত হয়ে পড়েন। মাইশা সেই মহানুভব ব‌্যক্তি ও রাইজিংবিডিকে ধন্যবাদ জানান।

মাইশার মা ইয়াসমিন বেগম বলেন, ‘কি করবো কিছুই বুঝতেছিলাম না। আমার স্বামী দুর্ঘটনার শিকার হয়ে এক বছর যাবত বিছানায় পড়ে আছেন। এই সময়ে মেয়েটারও এই অবস্থা। ভাবছিলাম হয়তো মেয়ের চিকিৎসা করাতে পারবো না। কিন্তু এখন এভাবে অর্থ সহায়তা পেয়ে অনেকটা ভরসা পাচ্ছি। এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না।’

মাইশার বোন মনসুরা জানান, ‘আগামী সোমবার চিকিৎসক আসবেন। তখন জানাবেন কবে অপারেশন করা যাবে।’

মাইশার মা আরও বলেন, ‘ডাক্তার বলেছেন-অপারেশন করলেও মাইশা হাটতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। হুইল চেয়ারেই তাকে চলতে হতে পারে। তাই তিনি মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।’

উল্লেখ‌্য, মাইশা এবছর এসএসসি পাস করেছেন। তার এইএসসিতে ভর্তির প্রস্ততি চলছিল। এরইমধ্যে গত ২৮ আগস্ট পেয়ারা পাড়তে গিয়ে টিনের চাল থেকে পড়ে যান। এদিনই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তার কোমরের উপরের হাড় ভেঙে গেছে।

মাইশার বাড়ি নরসিংন্দির পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামে। বাবা মোখলেছুর রহমান মেঘনা গ্রুপে শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকে তিনি অন্যের সহযোগিতা ছাড়া উঠে দাঁড়াতে বা চলতেও পারেন না।

##লাখ টাকার জন্য অপারেশন হচ্ছে না মেধাবী মেয়েটির

ঢাকা/সাওন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়