ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ (ভিডিও)

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে স্কুলের আঙিনায় প্রবেশ করে একটি চিতাবাঘ হেলতে-দুলতে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। একবার এ ঘরে ঢুকছে তো সেখান থেকে বেরিয়ে এসে ঢুকে পড়ছে পাশের ঘরে। কখনো বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে যাচ্ছে। তবে রোববার হওয়ার সুবাদে সেদিন স্কুলটি ছিল বন্ধ। এ কারণে কোনো বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেল হোয়াইটফিল্ড এলাকার ভিবজিওর স্কুলটি। তারপরও বাঘটির হামলায় জখম হয়েছেন চার ব্যক্তি।

 

সিসিটিভিতে স্কুলে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে দেখার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ খবর পাঠান বন দপ্তর ও পুলিশের কাছে। এরই মধ্যে চিতাবাঘ দেখতে স্কুলের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষজন। বন দপ্তরের কর্মী এবং স্থানীয় থানার পুলিশ আসার পর শুরু হয় চিতাবাঘের খোঁজে তল্লাশি। বাঘটির হামলায় জখম হয়েছেন চারজন। তাদের মধ্যে তিনজন বন দপ্তরের কর্মী। একজন স্থানীয় স্থির চিত্রগ্রাহক। স্কুলের সুইমিংপুলের পাশে ছবি তোলার জন্য চিতাবাঘটির খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। বাঘটি ওই ব্যক্তির হাতে-পায়ে কামড়ে দেয় ।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হইহট্টগোল, চিৎকার-চেঁচামেচির মধ্যেই স্কুল থেকে পালিয়ে চিতাবাঘটি আশ্রয় নেয় ঝোপঝাড়ের মধ্যে। কিছুক্ষণ পরে বাঘটি পাঁচিল টপকে ফের স্কুলে ঢুকে পড়ে। বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, এর পরেই বাঘটিকে ধরতে ঘুমপাড়ানি গুলির সাহায্য নেওয়া হয়। পরে এটিকে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

প্রসঙ্গত, হোয়াইটফিল্ড এলাকায় চিতাবাঘ হানার ঘটনা নতুন নয়। এর আগে ২০১২ সালে এই এলাকায় চিতাবাঘ ঢুকে পড়েছিল। ২০১৫ সালের জুলাইয়ে কর্ণাটকের চিকমাগালুর জেলার টিএমএস স্কুলেও একটি চিতাবাঘ ঢুকে পড়েছিল। জখম করেছিল তিনজনকে। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ স্কুল খালি করে দিয়ে খবর পাঠিয়েছিলেন বন দপ্তরের কর্মীদের। তারা এসে ওই বাঘটিকে আটক করে নিয়ে যান।

 

Posted by Liveday Karnataka on Sunday, February 7, 2016

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়