ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

‘হাঙ্গামা বাদ দিয়ে সুন্দর জীবনযাপন করুন’ 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘হাঙ্গামা বাদ দিয়ে সুন্দর জীবনযাপন করুন’ 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিট পুলিশিং সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম হাঙ্গামা বাদ দিয়ে মানুষকে সুন্দর জীবনযাপন করতে আহ্বান জানিয়েছেন। 

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ স্লোগানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও এসআই আব্দুর রহমানের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। 

এতে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ দাঙ্গা-হাঙ্গামা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কাজেই আপনারা হাঙ্গামা বাদ দিয়ে স্বাভাবিক ও সুন্দর জীবন যাপন করুন। 

তিনি বলেন, মনে রাখতে হবে কর্মের ওপরই মানুষ তার কর্মফল ভোগ করে। কর্ম ভালো হলে সুখ আসবে। কর্ম খারাপ হলে দুঃখ আসবে। 

সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকাণ্ড রোধকল্পে পুলিশকে আগাম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।  

আলোচনা শেষে পুলিশ সুপারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য তৌহিদুল মিয়া, সাহেদ আলী, এসআই আব্দুস ছাত্তার ও গৌতম প্রমুখ। 

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ; স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

মামুন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়