ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৭ গুণীকে সম্মান জানাল আমিন জুয়েলার্স

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৭ গুণীকে সম্মান জানাল আমিন জুয়েলার্স

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী জুয়েলারি প্রতিষ্ঠান আমিন জুয়েলার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের এই সম্মান জানানো হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং আমিন জুয়েলার্স লিমিটেডের চেয়ারম্যান ও প্রাক্তন সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।

 

সম্মাননা হিসেবে প্রত্যেককে নগদ ৩ লাখ টাকা, ২ ভরি ওজনের সোনার মেডেল, সম্মাননা ক্রেস্ট এবং উত্তরীয় দেওয়া হয়। সেই সঙ্গে তারা পান উপস্থিত হাজার দুয়েক দর্শকের উষ্ণ ভালোবাসা ও করতালি।

 

তিন সদস্যের জুরি বোর্ড গুণীদের মনোনয়ন দেয়। জুরি বোর্ডের সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক ড. শাসসুজ্জামান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

 

সম্মাননা পাওয়া ২৭ গুণী ব্যক্তি হলেন- আ ক ম যাকারিয়া (প্রতœতত্ত্ববিদ), অধ্যাপক আনিসুজ্জামান (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী), আশালতা বৈদ্য (মুক্তিযোদ্ধা), এ এম হারুন অর রশিদ (বিজ্ঞান ও প্রযুক্তিবিদ), এ কে আজাদ খান (চিকিৎসক), কাঁকন বিবি (মুক্তিযোদ্ধা), জামিলুর রেজা চৌধুরী (পুরকৌশলী), তোফায়েল আহমেদ (রাজনীতিবিদ), তোয়াব খান (সাংবাদিক), দ্বিজেন শর্মা (প্রকৃতিবিদ), নূরজাহান বেগম (সাংবাদিক), প্রতিভা মুৎসুদ্দি (ভাষাসৈনিক), ফজলে হাসান আবেদ (সমাজকর্ম ও উন্নয়ন ব্যক্তিত্ব), মহাদেব সাহা (কবি ও সাংবাদিক), মুর্তজা বশীর (চিত্রশিল্পী), মুস্তাফা মনোয়ার (চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), যতীন সরকার (চিন্তাবিদ ও লেখক), ব্যারিস্টার রফিক-উল হক (আইনজীবী), রাজ্জাক (অভিনেতা), রুনা লায়লা (সংগীতশিল্পী), সাইদা খানম (ফটো সাংবাদিক), সিরাজুল ইসলাম চৌধুরী (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী), সুকুমার বড়–য়া (ছড়াকার), সুধীন দাশ (নজরুলসংগীত শিল্পী), সৈয়দ শামসুল হক (কবি, নাট্যকার ও কথাসাহিত্যিক), হাসান আজিজুল হক (কথাসাহিত্যিক) এবং হুমায়ূন আহমেদ (কথাসাহিত্যিক- মরণোত্তর)।

 

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমিন জুয়েলার্সের এই গুণীজন সম্মাননা প্রদান এক মহতি উদ্যোগ। ব্যবসায়ীরা সাধারণত নিজেদের অঙ্গনে সীমাবদ্ধ থাকতে পছন্দ করেন। অথচ আমিন জুয়েলার্সের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম দেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, শিল্প-সাহিত্য সকল বিষয়ে সেরাদের একমঞ্চে তুলে এনেছেন সম্মাননা দেওয়ার জন্য। এই উদ্যোগের জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। গুণীদের এত বড় মিলনমেলা বাংলাদেশে নজীরবিহীন। সরকারের বাইরে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এটা কমই করতে পেরেছে।’

 

আমিন জুয়েলার্সের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম ধন্যবাদ জানান অতিথিদের। স্বশরীরে সম্মাননা গ্রহণ করায় গুণীদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানান তিনি।

 

অনুষ্ঠানে সম্মাননা নেওয়ার পাশাপাশি গান শোনান রুনা লায়লা। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ফাতেমা-তুজ জোহরা, ইমরান, পড়শি, অপি করিম, চাঁদনী প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/নিয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়