ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূমিকম্পের সময় ও পরে করণীয়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:২৩, ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পের সময় ও পরে করণীয়

ছবি: প্রতীকী

ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি পৃথিবীর ভূ-পৃষ্ঠের নিচের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে হয়ে থাকে। ফলে  কখন কোথায় ভূমিকম্প হবে, তা আমরা আগে থেকে জানার বা বোঝার উপায় থাকে না। কিন্তু ভূমিকম্পের সময় কী করণীয়, তা জানা আমাদের সবার জন্য খুবই জরুরি। চলুন জেনে নিই, ভূমিকম্পের সময় ও পরে কী করতে হবে।

ভূমিকম্প চলাকালে করণীয়  যদি আপনি ঘরের ভেতরে থাকেন
আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। কোনোভাবেই বারান্দা, জানালা বা ছাদ থেকে লাফ দেবেন না। লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন। মজবুত টেবিল বা পিলারের নিচে আশ্রয় নিন। বৈদ্যুতিক সুইচ ও গ্যাস লাইন বন্ধ করুন। ঝুলন্ত বা ভাঙা জিনিসের নিচে যাবেন না। পাশে কেউ থাকলে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করার চেষ্টা করুন।

আরো পড়ুন:

যদি আপনি বাইরে থাকেন
খোলা ও নিরাপদ জায়গায় অবস্থান করুন। এ সময় বৈদ্যুতিক খুঁটি, গাছ বা সেতুর কাছ থেকে দূরে থাকুন। গাড়িতে থাকলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে ভেতরে থাকুন।

ভূমিকম্পের পর করণীয়
সুযোগ থাকলে আহতদের চিকিৎসার জন্য দ্রুত সহায়তা করুন। কোথাও আটকা পড়লে শব্দ বা সংকেত দিয়ে সহায়তা চান। ভবনের কোনো ত্রুটি থাকলে তা পরীক্ষা করে নিরাপদ ব্যবস্থা নিন।

ভূমিকম্পের আগে প্রস্তুতি
ঝুঁকিপূর্ণ ভবন মেরামত করুন। নিরাপদ খোলা জায়গা ও বের হওয়ার পথ আগেই চিনে রাখুন ঘর বা অফিসের নিরাপদ স্থানগুলো চিহ্নিত করুন এবং তা পরিবারের সদস্য বা সহকর্মীদের জানিয়ে রাখুন। জরুরিভাবে একটি ব্যাগে টর্চ, ওষুধ, পানি, শুকনো খাবার, বাঁশি ও দড়ি রাখুন। 

জরুরি নম্বর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখুন। (জরুরি সেবা: ৯৯৯, ফায়ার সার্ভিস: ১০২, ১৬১৬৩)।

সতর্কতা ও সচেতনতাই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানোর সবচাইতে কার্যকর উপায়। নিজে জানুন, অন্যকেও জানতে সহায়তা করুন।

সূত্র: ব্র্যাক

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়