কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা থাইল্যান্ডের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শনিবার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ফেসবুকে এক পোস্টে বলেছেন, “আমাদের ভূমি এবং জনগণের জন্য আর কোনো ক্ষতি বন্ধ ও হুমকি শেষ না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে।”
অক্টোবরে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী ট্রাম্প শুক্রবার আনুতিন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সব পক্ষ ‘গুলি বন্ধ করতে’ সম্মত হয়েছে।
ট্রাম্পের সাথে ফোনালাপের পর দুই প্রতিবেশী দেশের কোনো নেতাই বিবৃতিতে কোনো চুক্তির কথা উল্লেখ করেননি। থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো যুদ্ধবিরতি হয়নি।
আনুতিন বলেছেন, “আমি এটা স্পষ্ট করে বলতে চাই। আজ সকালে আমাদের পদক্ষেপ ইতিমধ্যেই কথা বলেছে।”
থাইল্যান্ডের অব্যাহত লড়াইয়ের বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস সাড়া দেয়নি।
শনিবার ফেসবুকে এক বিবৃতিতে হুন মানেট জানিয়েছেন, অক্টোবরের চুক্তি অনুসারে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কম্বোডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা/শাহেদ