মালদ্বীপে পর্যটনে ইতিবাচক বার্তা, এক বছরে ২০ লাখ পর্যটক
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ || রাইজিংবিডি.কম

মালদ্বীপের ২০ লাখতম পর্যটক হলেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাস্ট্রিড ডিরনেগার।
পর্যটকের সংখ্যায় প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি করছে মালদ্বীপ। নানা প্রতিবন্ধকতার মাঝেও পর্যটকরা ইতিবাচক সাড়া দেওয়ায় স্বস্তি ফিরেছে দ্বীপ দেশে।
মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশন (এমএমপিআরসি) ও ভিজিট মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ২ মিলিয়ন পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছে।
২০ লাখতম পর্যটক হলেন অ্যাস্ট্রিড ডিরনেগার, তিনি একজন অস্ট্রিয়ান নাগরিক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পরিবারসহ মালদ্বীপে পৌঁছেন তিনি। এটি মালদ্বীপে তার তৃতীয় সফর। তিনি এখানে তার পরিবারের সাথে রাফেলস মালদ্বীপ মেরাধুতে রিসোর্টে ছুটি কাটাতে এসেছেন।
এই মাইলফলকটি মালদ্বীপের পর্যটন খাতের ক্রমাগত সাফল্যকে ইঙ্গিত করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপ এক দিনে সবচেয়ে বেশি আগমনের রেকর্ড ভেঙেছে (১০ হাজার ২১৪ জন)।
এমএমপিআরসি-এর সিইও ও এমডি ইব্রাহিম শিউরি বলেছেন, ‘‘২০২৪ সালের আমাদের ২ মিলিয়নতম পর্যটককে স্বাগত জানানো জাতির জন্য একটি গর্বের। এটি সমগ্র পর্যটনশিল্পের কঠোর পরিশ্রম। এই মাইলফলকটি আমাদের স্টেকহোল্ডারদের এবং সামগ্রিকভাবে শিল্পের সহযোগিতামূলক রিসোর্টের ফল। এই সাফল্যে যারা অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’’
তিনি আরো বলেন, ‘‘আজারবাইজান, জর্জিয়া এবং বাংলাদেশের মত বিভিন্ন দেশ থেকে পর্যটক আসায় মালদ্বীপের পর্যটন শিল্প উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে।’’
খেলাধুলা, চলচ্চিত্র, চিকিৎসা পর্যটন এবং আরো অনেক কিছুর মত নতুন বিভাগে পা রাখার জন্য এমএমপিআরসি কিছু উদ্যোগ শুরু করেছে। ‘ভিজিট মালদ্বীপ’ও ‘ডাটা ২০২৪’ সম্মেলন পরিচালনা করেছে, যা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অনুষ্ঠিত সবচেয়ে বড়। যেখানে সারা বিশ্বের শিল্প নেতা ও ডেটা-বিশেষজ্ঞদের লাইনআপ উপস্থাপন করা হয়েছে। আরেকটি মাইলফলক ‘ভিজিট মালদ্বীপ ট্যুরিজম সিম্পোজিয়াম-২০২৪’, যা মালদ্বীপের পর্যটন শিল্পে নীতিনির্ধারক, শিল্পনেতা ও স্টেকহোল্ডারদের একত্রিত করেছে।
ঢাকা/হাসান/এনএইচ