ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

নিহত সহকর্মীর জন্য...

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিহত সহকর্মীর জন্য...

অর্থনৈতিক প্রতিবেদক : আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় নিহত ব্যবস্থাপকের পরিবারকে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। বুধবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাদেক মো. সোহেল সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘নিহত অন্যদের এবং আহতদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) তহবিল থেকে সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।’

 

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া শাখায় ডাকাতির  ঘটনা ঘটে। এতে ডাকাতদের গুলি ও বোমা হামলায় আটজন নিহত হয়। যাদের মধ্যে রয়েছেন- ব্যাংকের ব্যবস্থাপক ওয়ালি উল্লাহ (৪৫), গ্রাহক পলাশ (৪৮), নিরাপত্তাকর্মী বদরুল ইসলাম (৩৮), মার্কেটের দোকানদার জিল্লুর রহমান (৪০), ঝাল-মুড়ি বিক্রেতা মনির হোসেন (৫৫), ব্যবসায়ী জমির উদ্দিন (২৬) ও নূর মোহাম্মদ (৪৫)।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/নিয়াজ/সুমন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়