ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৯ মে ২০২৪   আপডেট: ১৩:১৪, ১৯ মে ২০২৪
উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা’র ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

রোববার (১৯ মে) ভোররাত থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরেফিন জুয়েল বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কিছু অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমন খবরের ভিত্তিতে এপিবিএন পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ৪ দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ৪টি হ্যান্ড গ্রেনেড, ৭টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ওয়াকিটকি, হেলমেট, গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা’র সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়