ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কীর্তনখোলায় ট্রলারডুবির ঘটনায় ৫ লাশ উদ্ধার

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কীর্তনখোলায় ট্রলারডুবির ঘটনায় ৫ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে মাহফিলগামী মুসল্লিবোঝাই ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রলার ডুবির ৪৮ ঘণ্টা পর শুক্রবার দুপুরে চরমোনাই লঞ্চঘাটসংলগ্ন কীর্তনখোলা নদীতে পাঁচটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে মাহফিল প্রাঙ্গণে রেখে দেয়।

পুলিশ ও মাহফিল কর্তৃপক্ষ তাদের পরিচয় জানার চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বরিশাল নৌ থানা পুলিশের ওসি বেল্লাল হোসেন জানান, গত ৭ মার্চ মাহফিলের উদ্দেশে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ট্রলারটি চরমোনাইর উদ্দেশ্যে যাচ্ছিল। চরমোনাই ঘাটে একটি লঞ্চের পেছনে নোঙ্গর করে আরো যাত্রী ওঠানোর সময় ট্রলারটি কাত হয়ে যায়। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রলার দুর্ঘটনাকবলিত ট্রলারটিকে ধাক্কা দিলে ডুবে যায় ট্রলারটি।

ওই সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও কেউ নিখোঁজ হয়েছে কিনা তা জানা যায়নি।

পরে ঘাটে নোঙ্গর করা লঞ্চগুলো সরিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে তল্লাশি চালিয়ে ট্রলারের সন্ধান পেলেও নিখোঁজ কাউকে উদ্ধার করতে পারেনি।

আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত উদ্ধারকৃত পাঁচটি লাশ ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের বলে ধারণা করছে পুলিশ।

ওসি বেল্লাল জানান, লাশে পচন ধরেছে। উদ্ধার করা লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

 

 

রাইজিংবিডি/বরিশাল/৯ মার্চ ২০১৮/জে. খান স্বপন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়