ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

কুষ্টিয়ায় মাদকসহ যুবজোটের নেতা আটক

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় মাদকসহ যুবজোটের নেতা আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাসদের সহযোগী সংগঠন যুবজোটের নেতা নাজমুল ইসলামসহ (৩৮) তিনজনকে মাদকসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মিরপুর থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন- মিরপুর উপজেলা যুবজোটের সভাপতি ও মালিহাদ ইউয়িনের মালিথাপাড়ার মাহাতাব উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৩৮), একই এলাকার হায়াত আলীর ছেলে আব্দুল আলিম (৫০) এবং মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার লিয়াকত আলী খানের ছেলে রবিউল ইসলাম (৪০)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশের মাদকবিরোধী অভিযানে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে মালিহাদ মারফতপাড়াস্থ কে এম আইডিয়াল কলেজের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ নাজমুল ইসলাম ও আব্দুল আলিমকে আটক করা হয়। মঙ্গলবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চুনিয়াপাড়ায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে (৪০) ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

কুষ্টিয়া/কাঞ্চন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়