ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই দিলেন পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৭, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই দিলেন পরিবেশমন্ত্রী

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং  পুলিশকে ১০০ পিস পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে এগুলো সরবরাহ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মন্ত্রীর পক্ষে সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদের হাতে পিপিই তুলে দেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কবিরুজ্জামান চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও) রাজিব দেবনাথ।

এরপর বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং পুলিশ কর্মকর্তাদের হাতে পিপিই তুলে দেওয়া হয়। এ সময় মন্ত্রীর এপিএস ও পিও ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক লিটন শরীফ।

পিপিই দেওয়ায় পরিবেশমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদসহ সংশ্লিষ্টরা।

 

মৌলভীবাজার/সাইফুল্লাহ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়