ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাদারীপুর কারাগার থেকে মুক্ত ২৭

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুর কারাগার থেকে মুক্ত ২৭

মাদারীপুর জেলা কারাগার থেকে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক তিন দিনে মোট ২৭ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আট জন বন্দি মুক্তি পান। এরআগে শনিবার (৯ মে) মুক্তি দেওয়া হয়েছিল ১৫ জন ও গত মঙ্গলবার (৫ মে) মুক্তি দেওয়া হয়েছিল চার জনকে।

মুক্তিপ্রাপ্তদের ১২ জন সাজার জরিমানা টাকা ও বাড়ি যাওয়ার ভাড়ার টাকা দেন মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিম।

মাদরীপুর জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, সরকারিভাবে কারা অধিদপ্তর থেকে মোট ২৭ জনের মুক্তির আদেশ এলে তাদেরকে তিন ধাপে কারগার থেকে মুক্তি দেওয়া হয়।

মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিমের ম্যানেজার অ্যাডবোকেট মুনির হাসান মিঠু বলেন, ‘সরকারের উদ্যোগে পরিচালিত জিআইজেড এর কারিগরি সহযোগিতায় প্যারালিগ্যাল প্রকল্পের মাধ্যমে মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিম সাজাপ্রাপ্ত ১২ জন বন্দির অনাদায়ে জরিমানার টাকা ও যাতায়াত ভাড়ার টাকা দিয়েছে। বন্দিদের জন্য আমাদের এ সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যহত থাকবে।’

 

বেলাল রিজভী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়