ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৯০, মৃত ১১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৯০, মৃত ১১

গাজীপুরের পাঁচটি উপজেলায় নতুন করে আরও ৬০ জন আক্রান্তসহ মোট এক হাজার ৪৯০ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ২৮৬ জন।

বৃহস্পতিবার (৪ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ নতুন করে আরও ৬০ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২৬ জন, শ্রীপুর উপজেলায় ২৫ জন, কালিয়াকৈর উপজেলায় সাত জন এবং কাপাসিয়া উপজেলায় দুজন রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত মোট ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা শেষে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে এক হাজার ৪৯০ জনের। এর মধ্যে সার্বাধিক ৯৫৬ জন গাজীপুর সদর উপজেলায়। এছাড়া কালিয়াকৈর উপজেলায় ১৬৩ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫১ জন, কাপাসিয়া উপজেলায় ১০২ জন এবং শ্রীপুর উপজেলায় ১১৮ জনের করোনা সনাক্ত হয়েছ।


হাসমত আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়