ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৬০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৬০

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (২৭ জনি) বিকেলে ২৬৮টি নমুনার ফলাফল জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। এর মধ্যে ৬০ জনের করোনার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৭৯৩ জন করোনা আক্রান্ত হলেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘আজ বিকেলে সরকারি ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ২১০টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের ও বে-সরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ল্যাব থেকে প্রাপ্ত ৫৮টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে।’

তিনি জানান, এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, আখাউড়া উপজেলায় এক জন, বাঞ্ছারামপুর উপজেলায় আট জন, নবীনগর উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় দুজন, সরাইল উপজেলায় পাঁচ জন ও আশুগঞ্জ উপজেলায় ১১ জন।

জেলায় আক্রান্ত ৭৯৩ জনের মধ্যে ১৩২ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পরিস্থিতির জেলায় নয় জন মারা গেছেন।

এ পর্যন্ত জেলায় আট হাজার ৯৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে সাত হাজার ৮২৪ জনের ফলাফল পাওয়া গেছে। এখনও আইসোলেশনে আছেন ৫৯২ জন। এর মধ্যে জেলায় ৫৬৮ জন, ঢাকায় ২৩ জন ও ফেনীতে এক জন।



মাইনুদ্দীন রুবেল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়