অস্ত্রসহ নৌ ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে তালিকাভুক্ত শীর্ষ নৌ ডাকাত সিরাজ শিকদারের প্রধান সহযোগী আব্দুল হালিমকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আজ সোমবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
দুপুরে টাঙ্গাইল র্যাব অফিসে সংবাদ সম্মেলনে র্যাব-১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-৩ এর কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ডাকাত আব্দুল হালিম তার সহযোগীদের নিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের যমুনা নদীর চর এলাকায় দীর্ঘ দিন নৌ ডাকাতি ও খুনসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। সে কুখ্যাত নৌ ডাকাত সিরাজ শিকদারের প্রধান সহযোগী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
রাইজিংবিডি/টাঙ্গাইল/৮ জানুয়ারি ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল
রাইজিংবিডি.কম