ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

রাজশাহীতে দীর্ঘদিন পর জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে দীর্ঘদিন পর জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

রাজশাহীতে দীর্ঘ দিন পর বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

দুপুরে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিলের পর সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জামায়াত নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কারণে এই সরকারের পদত্যাগ চায় জনগণ। তবে সমাবেশে বক্তা হিসেবে কোনো নেতার নাম সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জামায়াতের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ব্যাপারে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ কিছু জানেন না উল্লেখ করে বলেন, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে তারপরে বলতে পারবেন।

তবে একটি গোয়েন্দা সংস্থা বলছে, আকস্মিকভাবে মিছিল ও সমাবেশ করে খুব দ্রুততার সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে জামায়াতে নেতাকর্মীরা।

বছর দেড়েকের মধ্যে রাজশাহীতে কোনো কর্মসূচি পালন করেনি জামায়াত।


রাজশাহী/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়