ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বরগুনায় এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরগুনায় এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য করোনাভাইরাসে সংক্রমিত এ নার্স কয়েক ধাপে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন এ দায়িত্ব পালন করেছেন। করনাভাইরাসে সংক্রমিত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্বপালন করছিলেন। তবে তাকে আইসোলেশন এ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, ইতোমধ্যেই আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এছাড়াও তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৪০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। আর ২৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছেন স্বজনদের মধ্যে।



রুদ্র/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়