ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

সিলেটে তিন পুলিশসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৬, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে তিন পুলিশসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত

সিলেটে একদিনে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে জেলার বিশ্বনাথ থানার তিন পুলিশ সদস্য, একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬৫ জনে দাঁড়ালো। আর বিভাগের চার জেলায় সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন।

সোমবার (১৮ মে) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে সোমবার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১২ জনের ফল পজিটিভ এসেছে। নতুন পজিটিভ আসাদের মধ্যে ১১ জন সিলেট জেলার ও একজন হবিগঞ্জের বাসিন্দা।’

গত ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম একজন কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হন। সিলেট জেলা ছাড়াও এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় ১৩২ জন, সুনামগঞ্জ জেলায় ৭৫ জন ও মৌলভীবাজার জেলায় ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন ৯২ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫৪ জন।

 

সিলেট/নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়