ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যাম্পের বাইরে গিয়ে প্রশিক্ষণ-সেমিনার, ৩২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১৭ মে ২০২৪   আপডেট: ১৭:২১, ১৭ মে ২০২৪
ক্যাম্পের বাইরে গিয়ে প্রশিক্ষণ-সেমিনার, ৩২ রোহিঙ্গা আটক

ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেওয়ায় সময় ৩২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) দুপুরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

আরো পড়ুন:

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি ভবনে গ্লোবাল ট্রেইনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অনুমতি ছাড়া রোহিঙ্গা যুবক-যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে। এশিয়া প্যাসিফিক অব রিফিউজি ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ জন রোহিঙ্গা, ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও সংগঠনের বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

ওসি মো. শামীম হোসেন আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তারেকুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়