ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থানচিতে ১১ বাড়ি আগুনে পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৭ মে ২০২৪  
থানচিতে ১১ বাড়ি আগুনে পুড়ে ছাই

বান্দরবানে থানচি উপজেলার দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের থুইসা পাড়ার ১১টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৭ মে) সকালে থনাচি থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, থানচি সদর থেকে দক্ষিণ পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ার এক পরিবারের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও পার্শ্ববর্তী জিন্নাহ পাড়া বিজিবি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ১১টি বসত বাড়ির সব মালামালসহ আগুনে পুড়ে গেছে এবং ৩ জন আহত হয়েছে। আহতদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প’র মেডিক্যাল সহকারী কর্তৃক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

২নং তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থুইসা পাড়ায় আগুনে ১১টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহায়তা দেওয়া হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকার বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ সাব-অফিসার মো. ইসমাইল মিয়া বলেন, আমি এক সাংবাদিকের মাধ্যমে আগুন লাগার খবরটি পেয়েছি। এলাকাটি দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সময়মতো খবর পাওয়া যায়নি।

চাইমং/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়