ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী লিগের প্রথম দিনেই সেঞ্চুরি, মোহামেডানের বিশাল জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৭ মে ২০২৪   আপডেট: ১৭:২১, ১৭ মে ২০২৪
নারী লিগের প্রথম দিনেই সেঞ্চুরি, মোহামেডানের বিশাল জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শুরুটা দুর্দান্ত হয়েছে। ভারতীয় ব্যাটার জাসিয়া আক্তারের বিধ্বংসী সেঞ্চুরিতে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৫৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো ক্লাবটি। 

শুক্রবার (১৭ মে, ২০২৪) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। জাসিয়ার শতকে ক্লাবটি ৮ উইকেটে ৩০৫ রান করে। তাড়া করতে নেমে মাত্র ৫১ রানে অলআউট হয় জাবিদ আহসান ক্লাব।

আরো পড়ুন:

ক্লাবটির কোনো ব্যাটার ১৭ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ১৭ রান করেন মুর্শিদা নাজনিন। মণিকা আক্তার ১১ ও এশা রহমান ১০ রান করেন। বাকিরা আউট হয়েছেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগে। মোহামেডানের হয়ে সাবেকুন নাহার একাই নেন ৫ উইকেট।   

এর আগে জাসিয়া-মুর্শিদা খাতুনের ঝড়ে মোহামেডানের উড়ন্ত শুরু হয়। জাসিয়া সর্বোচ্চ ১০২ রান করেন। মাত্র ৬৯ বলে ১৬টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান জাসিয়া। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। 

এ ছাড়া মুর্শিদা ৩৭, রুমানা আহমেদ ৪১, সোবহানা মোস্তারি ৩১ ও আয়েশা রহমান ২৯ রান করেন। জাবিদ আহসানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নীলা ইসলাম।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়