ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়ি বাড়ি ঈদ উপহার দিচ্ছেন যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাড়ি বাড়ি ঈদ উপহার দিচ্ছেন যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান

বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান।

প্রতিদিন সকাল থেকে রাত অবধি ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন তিনি।

রোববার (২৪ মে) সকাল কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে—সেমাই, চিনি, দুধ, চিনিগুড়া চাল, ভাতের চাল, আলু, তেল, লবণ ও সাবান।

এ ব্যাপারে জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান বলেন, ‘করোনা মোকাবেলায় শুরু থেকেই মাঠে আছি। অসহায় মানুষের পাশে থাকার জন্য মোবাইল ফোন নম্বর চালু করেছি। সেই নম্বরে ফোন বা এসএমএস পেলে সেখানে ছুঁটে যাই। আমার স্বেচ্ছাসেবকেরা মোটরসাইকেলযোগে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ১০ হাজার খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। ঈদের পরেও আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে।’  

এদিকে, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামানের ঈদ উপহার পেয়ে খুশি হয়েছেন কর্মহীন অসহায় মানুষেরা।

 

ফরহাদ/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়