ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মাছের সঙ্গে শত্রুতা! 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাছের সঙ্গে শত্রুতা! 

সাতক্ষীরার তালা উপজেলার নলতা বিলে মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (৪ জুলাই) সকালে ঘেরের বাগদা, রুই, কাতলা, কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ, কুচিয়া, কাঁকড়া মরে ভেসে ওঠে। 

ঘেরের মালিক জি এম গোলাম রসুল জানান, ঈদের দিন কর্মচারীরা ছুটিতে গেলে তিনি তার আরেকটি ঘেরে ছিলেন। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে তার ৯০ বিঘার ঘেরে বিষ প্রয়োগ করে। 

তিনি দাবি করেন, এতে তার ৩০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। তবে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘেরের ১৫-২০ লাখ টাকার মাছ মরে গেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। 

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, এমন জঘন্য কাজ যারা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। 

শাহীন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়