ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

লেবাননে যাচ্ছে যুদ্ধ জাহাজ বিএনএস সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লেবাননে যাচ্ছে যুদ্ধ জাহাজ বিএনএস সংগ্রাম

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস সংগ্রাম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননে যাচ্ছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নৌঘাঁটি থেকে বিএনএস সংগ্রাম লেবাননের বৈরুত বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে চট্টগ্রাম নৌবাহিনীর গণমাধ‌্যম বিভাগ থেকে জানানো হয়েছে। এ সময় চট্টগ্রাম নৌঘাঁটির কমান্ডার রিয়ার অ‌্যাডমিরাল মাহবুবুল ইসলাম উপস্থিত থাকবেন।

নৌবাহিনী সূত্র জানিয়েছে, বর্তমানে লেবাননে শান্তিরক্ষা মিশনে রয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস বিজয়। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ অবস্থায় বিএনএস বিজয়ের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে বিএনএস সংগ্রাম। সংগ্রাম লেবাননে পৌঁছানোর পর বিজয় ফিরে আসবে বাংলাদেশে। শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বিএনএস সংগ্রাম এক মাস আগে লেবাননে যাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা বিলম্বিত হয়েছে বলে নৌবাহিনী জানিয়েছে।

২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশ নিচ্ছে।

চট্টগ্রাম/রেজাউল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়