ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ঝিনাইদহে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২১৩

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝিনাইদহে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২১৩

ঝিনাইদহে নতুন করে আরো ৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১৩ জনে।

বুধবার (১২ আগস্ট) সকালে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৪৯ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, কোটচাঁদপুর উপজেলায় ৩ জন ও হরিণাকুন্ডু উপজেলায় ৬ জন।  সবাইকে স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন জানান, জেলায় সর্বশেষ কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ল্যাব থেকে নতুন করে ৬৪ জনের করোনা পজিটিভ এসেছে।  এ সংখ্যাটি জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তে রেকর্ড। 

জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১২১৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩২ জন।   মারা গেছেন ২০ জন।  মৃতদের মধ্যে রয়েছেন শৈলকুপায় ৪ জন, সদর উপজেলায় ১০ জন, কোটচাঁদপুরে ১ জন ও কালীগঞ্জে ৫ জন।

রাজিব হাসান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়